Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুজন বড়ুয়ার সিনেমা বান্ধব

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: একটানা শূটিং শেষে এখন সম্পাদনার টেবিলে রয়েছে ‘বান্ধব’ সিনেমাটি । সুজন বড়য়ার পরিচালনায় অনুপম কথা চিত্রের ব্যনারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ, গাজী রাকায়েত, রেবেকা রউফ, কামরুন্নাহার আন্না, সুমিত সেনগুপ্ত, হাবিব, শিউলি, উর্মিলা উর্মি সহ অনেকে। সংলাপ লিখেছেন মমর রুবেল। সিনেমাটি সম্পর্কে সুজন বড়ুয়া বলেন, ‘বান্ধব সব শ্রেণীর দশর্কের সিনেমা। এটি আমার স্বপ্নের ফসল। যত্ম করে বড় পর্দার জন্য তৈরি করেছি। সিনেমাটি দেখে দর্শক দারুণ বিনোদন পাবেন। বান্ধব মৌলিক গল্পের ও সবার জীবনের অনুভূতির সিনেমা। আশা করছি, মুক্তি পেলে সবার কাছ থেকে দারুণ সাড়া পাবো। প্রযোজক অনুপ কুমার বড়ুয়া বলেন, আশা রাখছি, দর্শক সবসময় আমাদের পাশে থাকবেন এবং সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করবেন। তাহলে আমরা উৎসাহিত হয়ে আগামীতে সিনেমা নির্মাণে আগ্রহী হবো। তাছাড়া দর্শকের কথা মাথায় রেখে আধুনিক গল্পের সুন্দর একটি সিনেমা আমরা বানিয়েছি। মুক্তির ব্যাপারে এখন আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে যাচ্ছি। আশা রাখছি, মার্চ-এপ্রিলের দিকে মুক্তি দেবো সিনেমাটি। আশিকুর রহমান আশিকের সংগীত পরিচালনায় গানগুলোতে কন্ঠ দিয়েছেন আশিক, বেলী আফরোজ, চৈতী মুৎসুদ্দী। লিখেছেন মুন্সি ওয়াদুদ ও সুদীপ কুমার দীপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ