Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসির উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : দেশের মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সিন্ডিকেট সদস্য, প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর উপর গুপ্ত হামলায় তিব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, যখনি আসকারী সাহেবে নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, যখনই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রচেষ্টা চালানো হচ্ছে, বিশেষ করে আসকারী সাহেবের নিরলস প্রচেষ্টায় ঐতিহাসিক সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্টও বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেছেন ঠিক সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভিসির উপর হামলার বিষয়টি ভেবে দেখার বিষয়! মোমতাজী অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ