Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করতে হবে : ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করতে হবে। বিগত দিনে দেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে কিন্ত তারা জনগনের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের সময়েই সব চেয়ে বেশি দেশ ও জাতির উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা জনগনের ভাগ্য উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিঁনি (প্রধানমন্ত্রী) দশ লাখ রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদাকে উজ্জ্বল করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক উন্নয়ন সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান একথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, যুগ্ন-সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন, ধর্ম মন্ত্রী’র পিএস ড. আবুল কালাম আজাদ, উপ-সচিব (হজ) মো: শরাফত জামান, ধর্ম মন্ত্রী’র এপিএস শফিকুল ইসলাম শফিক ও ধর্ম মন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা আবু সাঈদ।
ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে মতেরই থাকেন না কেন দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনের নৌকা প্রতীকের সমর্থনে নিরলসভাবে কাজ করে যাবেন। জনসেবাকে অগ্রাধিকার দিয়ে স্ব স্ব দায়িত্ব পালনেও আরো মনোযোগী হবার জন্য ধর্মমন্ত্রী সকলের প্রতি অনুরোধ জানান। প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী’র দিকনির্দেশনায় সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। ২০১৭ সালের হজে অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শিগগিরই কার্যকরী করা হবে বলেও তিনি উল্লেখ করেন। হজ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো প্রকার অবহেল বা গাফলতি সহ্য করা হবে না বলেও ধর্মমন্ত্রী উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ