Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : ধর্মমন্ত্রী

জঙ্গিবাদ দমনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র -বার্নিকাট

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, জঙ্গিবাদ মূলোৎপাটনে সবাইকে একত্রে কাজ করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে ধর্মীয় নেতা, সুধীসমাজ, শিক্ষক, তরুণ সবাই ভূমিকা রাখতে পারে। জঙ্গিবাদ কেবল বাংলাদেশের সমস্যা নয়; সারা বিশ্ব এ ধরনের সমস্যা মোকাবিলা করছে।
মার্শা বার্নিকাট বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো জায়গা নেই। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ধর্মমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জঙ্গি ও সন্ত্রাসীরা গোটা মানবজাতির দুশমন। গতকাল সকাল ১১টায় সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে তার দপ্তরে এক বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট একথা বলেন। বার্নিকাটের সাথে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এভেন ফক্স, ধর্মমন্ত্রীর পিএস ড. আবুল কালাম আজাদ, এপিএস শফিকুল ইসলাম শফিক, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়–য়া ও ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।  
মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্শা বার্নিকাট ধর্মমন্ত্রীর কাছে জানতে চান সাম্প্রতিক জঙ্গি হামলার বিরুদ্ধে জনমত গঠন ধর্ম মন্ত্রণালয় কি কি কাজ করছে এবং দেশের মসজিদগুলোতে কীভাবে খুতবা দেয়া হচ্ছে। হজ ব্যবস্থাপনার কার্যক্রম সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় কীভাবে কাজ করছে সে বিষয়ে জানতেও মার্কিন রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জঙ্গিবাদ দমনে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলেই একমত। তিনি বলেন, এদেশে মানবতার দুশমন জঙ্গিবাদী শক্তির ঠাঁই হবে না। ধর্মমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয় সারা দেশের সাড়ে ৩ লাখ মসজিদের ইমামগণের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইমাম প্রশিক্ষণের মাধ্যমেও নিয়মিত জঙ্গিবাদবিরোধী জনমত গঠন করা হচ্ছে। দেশে যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য সকল ধর্মের লোকজনের মাধ্যমেও জঙ্গিবাদবিরোধী জনমত গঠন তাগিদ দেয়া হচ্ছে। অধ্যক্ষ মতিউর রহমান বলেন, জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিতে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, দেশের শীর্ষ আলেম-ওলামাগণ ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে মসজিদে গ্রহণযোগ্য খুতবা তৈরির চিন্তা-ভাবনা করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলমানের মাঝে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হবে এবং খুতবা নিয়ে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দূর হবে। ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। প্রত্যেক নাগরিকই সমভাবে অধিকার ভোগ করছেন বলেও ধর্মমন্ত্রী উল্লেখ করেন। কিছু পথভ্রষ্ট জঙ্গিবাদী বাংলাদেশের উন্নতি ও অগ্রযাত্রাকে নস্যাৎ করতে পারবে না বলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীরা এদেশে সফলকাম হতে পারবে না ইনশাআল্লাহ।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই : ধর্মমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ