Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর বিএডিসির সার আত্মসাৎ মামলা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাত আসামির নাম চার্জশিট থেকে বাদ দেয়ার অভিযোগ
যশোর ব্যুরো : যশোরে বিএডিসির সার আত্মসাৎ মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন মামলার অভিযুক্ত এক আসামি। তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে এই অভিযোগ করেছেন। আদালতে ওই আসামির দেয়া জবানবন্দিতে ঘটনার সাথে ১১ জন জড়িত ছিল বলে উল্লেখ করলেও ৭ জনের কাছ থেকে ১৯ লাখ টাকা ঘুষ নিয়ে মাত্র ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে। অবশ্য তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক ওয়াজেদ আলী গাজী বলেছেন, এক বছর আগে কোন ঘুষ ছাড়া প্রকৃত দোষীদের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দেয়া হয়েছে।
সোমবার সার আত্মসাৎ মামলায় অভিযুক্ত বিএডিসির সাবেক সহকারি ভান্ডার কর্মকর্তা আজগর আলী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে দেয়া অভিযোগের অনুলিপির কপি যশোরের জেলা প্রশাসকের দফতরে জমা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ