Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরদীতে এমপি পুত্রের বিরুদ্ধে অভিযোগ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার, নরসিংদী থেকে : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোয়ন প্রত্যাশী হিসেবে দলীয় সমর্থন ও জনমত গঠনে তৎপরতা চালাতে গিয়ে বার বার দলীয় প্রতিপক্ষের দ্বারা আক্রান্ত হচ্ছেন কাজী মো: মাজহারুল ইসলাম নামে এক যুবলীগ নেতা। দলীয় প্রতিপক্ষের লোকেরা বার বার তার গাড়ীর বহরে হামলা চালিয়ে গাড়ী ভাঙচুর ও তার সমর্থকদেরকে মারধোরসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে বলে নরসিংদী পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করেছেন কাজী মাজহার।
তিনি তার অভিযোগপত্রে বলেছেন, তিনি আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক। ইতোপূর্বে সে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী-বেলাব আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী হিসেবে তিনি এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন লাভের আশায় গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন। এতেই তার প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে মনোহরদী-বেলাব আসনের এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র মনজিরুল মজিদ মাহমুদ সাদী ও তার সমর্থকরা।
অভিযোগপত্রে যুবলীগ নেতা কাজী মাজহার উল্লেখিত প্রতিটি হামলায় মনোহরদী-বেলাব’র এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র মনজুরুল মজিদ মাহমুদ সাদী নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেছেন। এ ব্যাপারে এমপি পুত্র মনজুরুল মজিদ মাহমুদ সাদীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজী মাজহারুল ইসলাম সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য আমার বিরুদ্ধে মিথ্যা কাহিনী ফেঁদেছেন। তিনি একজন প্রাক্তন শিবির কর্মী।
১৯৯১ সালে খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন দাসের বাড়ীতে হামলা চালিয়ে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
শিবির কর্মী হিসেবে তার ভয়ে প্রধান শিক্ষক রতন দাস ১ বছর বাড়ীতে থাকতে পারেনি। গত ১৬ ডিসেম্বর বেলাবতে আমার পিতা এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের বাড়ীতে তিনি ও তার লোকজন হামলা চালিয়ে ছিলেন। আমার পিতা এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি তাকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় হলে সিটের বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি বিভিন্ন সমাবেশে এমপি সাহেবের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। এতে এলাকার জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হলে আমাদের কিছুই করার নেই। আমরা তার গাড়ী বা তার লোকজনের উপর হামলা চালাইনি। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ