বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বাঁশখালীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত মামলার আরও ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম তানিয়া কামাল ১৫ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। দন্ডিত আসামীর নাম আবদুস সবুর। অতিরিক্ত জেলা পিপি একেএম নূরুল আহসান জানান, আবদুস সবুর জামিনে গিয়ে পালিয়ে গেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার দক্ষিণ কাথারিয়া মাঝিরপাড়া এলাকার বাসিন্দা আবদুস সবুরের সঙ্গে প্রতিবেশি মোজাহের আহমেদের ভাগ্নে মফিজের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে আবদুর সবুর এলাকার আরও কয়েকজন সঙ্গে নিয়ে মোজাহেরের বাড়িতে মফিজকে মারতে যান। মোজাহের ঘর থেকে বের হলে সবুর তাকে লক্ষ্য করে গুলি করে। সবুর গুলি ছোঁড়ার সঙ্গে সঙ্গে সামনে থেকে মোজাহের বসে যান। পেছনে থাকা তার স্ত্রী দিলোয়ারা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। মামলার বিচার চলাকালীন সময়ে এক আসামি মারা গেলে তাকে বিচার প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।