বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণের দায়ে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রড উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল (মঙ্গলবার) অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে বেঞ্জ ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) লিমিটেড নামের কারখানাটিকে জরিমানা করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কারখানাটি থেকে নির্গত কালো ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকার হয়ে থাকে। গত ২৩ জানুয়ারি নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো এর প্রমাণ পাওয়া যায়। অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা পরিচালিত অভিযানে কারখানার প্রতিনিধিকে গতকাল শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। শুনানি শেষে কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করে তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। শুনানিতে কালো ধোঁয়া নিয়ন্ত্রণকারী যন্ত্র যথাযথভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।