Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোটেল শৈবাল থেকে সরিয়ে দেয়া হয়েছে ওরিয়ন গ্রুপের সাইনবোর্ড

কক্সবাজারবাসীর বিজয়

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আজ অর্ধদিবস হরতাল
কক্সবাজার ব্যুরো : আন্দোলনের মুখে অবশেষে মোটেল শৈবালে স্থাপিত বিতর্কিত ওরিয়ন গ্রুপের সাইনবোর্ড সরিয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শৈবাল কর্তৃপক্ষ এই সাইনবোর্ডটি সরিয়ে দেন। শৈবালে ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটন করপোরেশনের প্রকল্প পরিচালক মো. মহসিনের নির্দেশে সাইনবোর্ডটি সরিয়ে দেয়া হয়েছে। এটি লীজ বাতিলের দাবিতে আন্দোলনকারীরা কক্সবাজারবাসীর সফলতা বলেই মনে করছেন।
তিনি জানান, গত বছরের নভেম্বরে হঠাৎ কিছু লোক এসে ওরিয়ন গ্রুপের ওই সাইনবোর্ডটি পুতে দিয়েছিলেন। সাইনবোর্ডে লেখা ছিলো, Development Tourism Resort & Entertainment Village at Parjoton Holiday ComplexÕ.’. নামে এই সাইনবোর্ডটি পোতার পর হঠাৎ আলোচনায় আসে শৈবাল। এর মাধ্যমে কক্সবাজারের মানুষ অবগত হয় শৈবালকে ওরিয়ন গ্রুপের কাছে লিজ দিয়ে হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে গোটা কক্সবাজারবাসী। শুরু হয় লীজ বাতিলের আন্দোলন। পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আবদুল আলীম নোবেল জানান, শৈবালকে ওরিয়ন গ্রুপের কাছে লিজ দিতে ২০০৯ সালে প্রক্রিয়া শুরু করে পর্যটন করপোরেশন। কিন্তু দীর্ঘদিন বিষয়টি ধামাচারা রাখা হয়। ওরিয়ন গ্রুপ সাইনবোর্ড টাঙানোর পরই বিষয়টি কক্সবাজারের মানুষ অবগত হয়। পাঁচ হাজার কোটির টাকার সম্পদ মাত্র ৬০ কোটি টাকায় পানির দামে লিজ দেয়ার প্রতিবাদে কক্সবাজারের মানুষ আন্দোলনে নামে। বর্তমানে আন্দোলন তুঙ্গে রয়েছে। লিজ বাতিলের দাবিতে আজ ৩১ জানুয়ারি হরতাল ডেকেছে কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন।
কক্সবাজারের সম্পদ রক্ষা আন্দোলনের মুখপাত্র মুফিজুর রহমান বলেন, ‘পর্যটন করপোরেশন তথা কক্সবাজারবাসীর অমূল্য সম্পদ শৈবাল। কিন্তু এই পাঁচ হাজার কোটি টাকা মূল্যের এই মোটেলটি পর্যটন করপোরেশন গোপনে মাত্র ৬০ কোটি টাকায় বিতর্কিত ওরিয়ন গ্রুপকে লিজ দেয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তুু আমরা তা হতে দেবো না। কারণ এটা জনগণের সম্পদ। আমরা যে কোনো মূল্যে এই লিজ প্রক্রিয়া ঠেকাবো।’ জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মোটেল শৈবাল ইস্যুতে কক্সবাজারের মানুষ আন্দোলন করছে। তারা হরতালও ডেকেছে। এই পরিস্থিতির কথা আমি পর্যটন মন্ত্রণালয়সহ সরকারের উর্ধ্বতন মহলকে জানিয়েছি।’
সম্প্রতি বিষয়টি নিয়ে পর্যটনমন্ত্রী কক্সবাজার সফর করে কক্সবাজারের নাগরিক সমাজের সাথে কথাও বলেছেন। ওইসময় আন্দোলনকারীরা ওরিয়ন গ্রুপের সাথে লিজ বাতিলের দাবীতে আন্দোলকারী মন্ত্রীর সভায় হট্টগোলও করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ