বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আশির দশকের অন্যতম কবি শাহীন রেজার দেহে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ও রোববার রাতে দু’দফায় তার ঘাড়ে কার্বাঙ্কেলের জটিল অপারেশন সম্পন্ন করেন বিশিষ্ট শল্য চিকিৎসক অধ্যাপক মাহমুদ রিয়াদ। গতকাল মঙ্গলবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কবি শাহীন রেজা এখন রাজধানীর মনোয়ারা হাসপাতালে অধ্যাপক গোবিন্দ বণিকের তত্ত¡াবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা এখন উন্নতির দিকে। দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যাংকার, রাজনীতিবিদ ও সংস্কৃতি কর্মীদের অনেকেই সরাসরি ও টেলিফোনের মাধ্যমে কবির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।
দৈনিক মুক্ততথ্যের সম্পাদক কবি শাহীন রেজার আশু রোগ মুক্তি কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।