বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র আসন্ন নির্বাচন বাতিল করেছে সরকার। একই সঙ্গে সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে আগামী সাত মার্চ সংগঠনটির নির্বাচন আর অনুষ্ঠিত হচ্ছে না। গত সোমবার বাণিজ্য মন্ত্রাণালয় এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করেছে। বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় (টিও শাখা) এক চিঠিতে বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী এক বছর বৃদ্ধি করেছে। ফলে বাতিল হয়েছে সংগঠনটির আসন্ন নির্বাচন (২০১৮-২০ মেয়াদ)। সিদ্দিকুরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ গত বছরের ২১ সেপ্টেম্বর শেষ হয়। সে সময় কমিটির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করা হয়। আর এবার এক বছর বৃদ্ধি করায় বর্তমান পরিচালনা পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হয়ে সাড়ে তিন বছর দায়িত্ব পালনের সুযোগ পেল। এর আগে গত ১৮ ডিসেম্বর বিজিএমই ‘র ২০১৮-২০ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জানুয়ারি। ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল ৭ মার্চ। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি পক্ষ বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে আসছিল। দলাদলি এড়াতে দুই বছর আগে তাদের মধ্যে একটি সমঝোতা হয়। সে অনুযায়ী, প্রথম দফায় এক মেয়াদের জন্য (দুই বছর) সম্মিলিত পরিষদ থেকে সিদ্দিকুর রহমান সভাপতি এবং উভয় প্যানেল থেকে ৭ জন সহ-সভাপতি হন। ফলে নির্বাচন হয়নি। ওই সমঝোতা অনুযায়ী এবার একই নিয়মে ফোরাম প্যানেল থেকে সভাপতি ও উভয় প্যানেলের সমন্বয়ে ৭ জন সহ-সভাপতি হওয়ার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।