Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে মিডিয়া কাপ টুর্নামেন্ট শুরু

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে কমর্রত সাংবাদিকদের নিয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল থেকে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে। রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের আয়োজিত এ টুর্নামেন্ট মঙ্গলবার সকালে উদ্বোধন করেন, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যন মোহাম্মদ আলী সরকার।
এসময় রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান লিয়াকত আলী, মহাসচিব রেজাউল করিম রাজু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ১৭ জন করে খেলোয়াড় রয়েছেন। উদ্বোধনী ম্যাচে মিডিয়া গø্যাডিয়েটর্স ও ডায়ানামিক রিপোটার্স নামের দুটি দল অংশগ্রহণ করে। পরবর্তী ম্যাচ বেøজিং এ্যাডিটর বনাম জার্নালিষ্ট সিক্সার্স মধ্যে অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ