বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : দেশ আইসিটিতি এগিয়ে যাবে। পিলিপাইনে প্রশিক্ষন শেষে দেশে ফিরে বললেন মাগুরার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম। দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে ২৫ জন প্রধান শিক্ষককে পিলিপাইনে প্রশিক্ষণ ও ভ্রমনের ব্যবস্থা করে শিক্ষা মন্ত্রণলায় ও শিক্ষা বিভাগ। সরকারি খরচে এ প্রশিক্ষণ ও ভ্রমনের ব্যবস্থা করা হয়। এদের মধ্যে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম পিলিপাইনে প্রশিক্ষণ ও ভ্রমনের সুযোগ পান। গত ১৩ জানুয়ারী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বিভাগের অধিনে একজন শিক্ষক প্রতিনিধি হয়ে পিলিপাইন যান প্রধান শিক্ষক খাইরুল আলম। পিলিপাইনে ৭ দিন প্রশিক্ষণ ও ভ্রমনশেষে দেশে ফিরে এসে তিনি সাংবাদিকদের জানান, পিলিপাইনে লেখা পড়ার পরিবেশ খুব সুন্দর। প্রত্যেক ক্লাশে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রত্যেকের কাছে একটি ল্যাপটপ। মোবাইল নিয়ে সম্পূর্ন ফ্রি ইন্টারনেট ব্যবহার করে। ক্লাশের পরিবেশ ও লেখা পড়ার মান আমাদের চেয়ে অনেক উন্নত। মাল্টিমিডিয়া ক্লাশসহ সকল ল্যবরেটরী (বিজ্ঞানের) উন্নত প্রযুক্তিতে বিদ্যমান। ক্লাশেই পড়া তৈরী করছে শিক্ষার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।