Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ লিটল লাইজ’ মিনি-সিরিজে মেরিল স্ট্রিপ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভিনেত্রী মেরিল স্ট্রিপ ড্রামা সিরিজ ‘বিগ লিটল লাইজ’-এর দ্বিতীয় মৌসুমের কাস্টে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি আলেকজান্ডার স্কার্সগার্ড অভিনীত পেরি রাইটের মা মেরি লোইস রাইটের ভূমিকায় অভিনয় করবেন। পেরির মৃত্যুর পর নাতিনাতনিদের দেখভাল করার জন্য মেরি মন্তেরেতে আসবে। স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’ চলচ্চিত্রের জন্য অস্কার মনোনয়ন লাভের পরপরই এই খবরটি প্রকাশ হয়।
প্রতি পর্বের জন্য স্ট্রিপ আট লক্ষ ডলার করে সম্মানী পাবেন।
নিকোল কিডম্যান আর রিস উইদারস্পুন সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। উইদারস্পুন জানিয়েছেন স্ট্রিপকে সহ-শিল্পী হিসেবে পেয়ে তিনি রোমাঞ্চিত।
“এক আর অদ্বিতীয় মেরিল স্ট্রিপকে ‘বিগ লিটল লাইজ’ সিরিজের দ্বিতীয় মৌসুমে কাস্টের পেয়ে রোমাঞ্চিত হবার চেয়েও বেশি অনুভব করছি। আরও পানীয়, গোপন কথা, ‘বিগ লিটল লাইজ’-এর জন্য প্রস্তুত থাকুন। মন্তেরে সাবধান হও,” উইদারস্পুন টুইট করেন।
‘বিগ লিটল লাইজ’ সেরা মিনি-সিরিজ বিভাগসহ চারটি বিভাগে এবারের ৭৫তম গোল্ডেন গেøাবে পুরস্কৃত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ