Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদুল হাসানের বিগ বাজেটের ধারাবাহিক বাউন্ডুলে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নাট্যপরিচালক ফরিদুল হাসান নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। নাটকটির নাম বাউন্ডুলে। গত সপ্তাহে কুঁড়িল বিশ্বরোডের ৩০০ ফিট রাস্তায় পূর্বাচল-এর গুতিয়াবো ও কেরিয়া এলাকায় নাটকটির শূটিং হয়। শূটিংয়ের সময় হেলিকপ্টারও ব্যবহার করেন পরিচালক। গুতিয়াবো উচ্চ বিদ্যালয়ের পেছনের খোলা মাঠে শূটিংয়ের জন্য পাঁচটি ক্যামেরা প্রস্তুত। শূন্যে চক্কর দিচ্ছে দ্রোন ক্যামেরা। হাজার হাজার উৎসুখ জনতা। আকাশে কয়েকটি চক্কর দিয়ে একটি হেলিকপ্টার এসে থামে এ সময়। মটর সাইকেলে এগিয়ে আসেন অভিনেতা শামীম আহমেদ। তার পেছনে অনেকগুলো মটর সাইকেল। হেলিকপ্টারের কাছে এসে থামেন তারা। হেলিকপ্টার থেকে নেমে আসেন অভিনেত্রী চিত্রলেখা গুহ। পরণে বিয়ের লাল বেনারসি, চোখে কালো সানগøাস। নেমেই একটি প্যাকেট থেকে সিগারেট বের করে ধরান তিনি। মুহ‚র্তে শামীমের দল ঘিরে ধরে তাকে। শ্লোগান দিতে থাকে, ললিতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। ঠোঁটে তৃপ্তির হাসি হেসে সামনের দিকে এগিয়ে যান ললিতারুপী চিত্রলেখা গুহ। কিছুক্ষণ পর ফিরে আসেন তিনি। তার দলবল টেনেহিঁচড়ে ধরে নিয়ে আসে অভিনেতা কচি খন্দকারকে। কচি খন্দকারের আপত্তি স্বত্তে¡ও ললিতার সাথে তারা তাকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়। এরপর হেলিকপ্টারটি যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। পরিচালক ফরিদুল হাসান বলেন, গল্পের প্রয়োজনে এবং ভিন্নতা আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। চেষ্টা করছি, একটি বিগ বাজেটের দর্শক গ্রহণযোগ্য নাটক নির্মাণ করতে। আশা করছি, দর্শক হতাশ হবেন না। চিত্রলেখা গুহ বলেন, ‘আমার ২৪ বছরের অভিনয় ক্যারিয়ারে আমি কখনই হেলিকপ্টারে উঠিনি। আজ প্রথম উঠলাম। এ অভিজ্ঞতার কথা আমি কোনো দিনও ভুলব না। নাটকের পরিচালক ফরিদুল হাসান এবং লেখক বরজাহান ও মৃত্যুঞ্জয় সরদারের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আজ আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই নাটকে ধূমপান করাও আমার জীবনে আরও একটি প্রথম ঘটনা। সব ঠিক আছে কিন্তু ধূমপান নিয়ে ছিল আমার যত আপত্তি। বিষয়টি শুনে আমার সন্তানরা আমাকে উৎসাহিত করে। শেষ পর্যন্ত রাজি হতে হয়। দারুণ এনজয় করছি নাটকটিতে কাজ করে।’ এটিএন বাংলার জন্য নির্মীয়মাণ এ নাটকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, কচি খন্দকার, রিফাত চৌধুরী, চিত্রলেখা গুহ, শখ, মৌসুমী হামিদ, আনিসুর রহমান মিলন, প্রাণ রায়, শামীম আহমেদ, মারজুক রাসেল, অরিন, অঞ্জলি সাথী, ওলিউল হক রুমি, শওকত সজল, তারিক স্বপন, জামিল, কাজী রাজু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ