Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মম-অপূর্ব জুটির নতুন নাটক

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: নাটকে অভিনেত্রী মম ও অভিনেতা অপূর্ব জুটি হয়ে অসংখ্যবার স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। নতুন করে আবারও তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করলেন। এবারের নাটকের নাম ‘তোমার জন্য এক পৃথিবী’। এ নাটকে একই সঙ্গে স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মম। রুম্মান রশীদ খান-এর লেখা, মো. মাকসুদুর রহমান বিশাল-এর পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফ। এ নাটকে অপূর্ব একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী এবং মম তার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তি অপূর্ব নয়, মম অপূর্ব’র গানের ভক্ত। গান নিয়ে অপূর্ব’র সংগ্রামী পথ চলায় মম তার পাশে দাঁড়ায়। তবে একটা সময় মম’র কঠিন সময়ে অপূর্ব’র পাশে থাকা হয় না। প্রকৃতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মম-অপূর্ব এ সময়ে ছোট পর্দার অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। অপূর্বর বিপরীতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, অপূর্ব’র সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। রোমান্টিক চরিত্রে এ সময়ে অপূর্ব’র বিকল্প অভিনেতা নেই বললেই চলে। তাছাড়া অপূর্বর সঙ্গে আমার জুটিও দর্শকরা পছন্দ করেন। মম প্রসঙ্গে অপূর্ব বলেন, জাকিয়া বারী মম এ মুহূর্তে ছোট পর্দার মেধাবী অভিনেত্রীদের একজন। সহশিল্পী হিসেবে মম অসাধারণ। তাছাড়া ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকের গল্পটাও খুব সুন্দর। এ গল্পে আমাদের চরিত্রগুলো দর্শকরা অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিঘ্রই একটি বেসরকারী চ্যানেলে নাটকটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ