Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোল্ড ইনজুরিতে নষ্ট হচ্ছে বীজতলা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : উত্তর জনপদে হিমালয়ের হিমেল বাতাস আর হাঁড় কাঁপানো শীতকে উপেক্ষা করে চলতি বোরো মৌসুমে বোরো ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃষক। দিনাজপুরের উদ্বৃত্ত খাদ্য ভান্ডার ধান প্রধান এলাকা পার্বতীপুরের মাঠজুড়ে এখন বোরো ধানের চারা রোপণের উৎসব চলছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কোল্ড ইনজুরি ছত্রাকে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। এ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ আধুনিক পদ্ধতিতে বোরো চাষের পরামর্শ দিচ্ছেন তাদের। কোল্ড ইনজুরির ছত্রাকে আক্রান্ত হয়ে হলদে ফ্যাকাশে রং ধারণ করেছে বোরো বীজতলা। এসব চারা দিয়ে বোরো চাষ কতটা ফল দেবে তা ভাবাচ্ছে কৃষকদের। বীজতলা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষেতে কৃষি শ্রমিকদের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে হাঁড় কাপানো শীত। ঠান্ডা কাহিল হয়ে পড়েছে তারা। পার্বতীপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ২৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোরো ধান চাষের জন্য জমি তৈরি, বীজতলা পরিচর্যা ও চারা রোপণের কাজে এখন ব্যস্ত পার্বতীপুরের কৃষক। এর মধ্যে বীজতলা নিয়ে চিন্তার ভাঁজ তাদের কপালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ