Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় আ.লীগ মনোনীত সমর্থকদের হামলায় প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত সমর্থকদের হামলায় প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থী সহ ১০ জন আহত হয়েছে । আহতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী সহ অপর একজনকে আশঙ্কা জনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের চৌর খুলি গ্রামের জাকাত মেম্বরের বাড়ীর সামনের সড়কে এ ঘটনা ঘটে । ঘটনার বিবরণে জানা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাদল নৌকা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে । অপর দিকে ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ চৌধুরী (কালু) আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। গত শনিবার সন্ধ্যার পর সুলতান মাহমুদ কালু তার লোকজন নিয়ে কুশলা বাজার থেকে মান্দ্রা যাবার পথে চৌর খুলি জাকাত মেম্বরের বাড়ীর সামনের সড়কে পৌঁছালে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কামরুল ইসলাম বাদল তার লোকজন নিয়ে সুলতান মাহমুদ কালু ও তার লোকজনের উপরে হামলা চালায় । হামলাকারীদের আঘাতে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ চৌধুরী কালু (৬৫) আবুল হোসেন মাতবর (৬৮) সজল গোলদার (২২) আব্দুল হান্নান গাজী (৪০) শরিফুল (১৮) গুরুতর আহত হয় এদের মধ্যে সুলতান মাহমুদ কালু কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও আবুল হোসেন মাতব্বর কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান কামরুল ইসলাম বাদল এর পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ