Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ আড়াইহাজার প্রেসক্লাবের সংবর্ধনা

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুজন যুবক পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ভ্রমণ করেছেন। এরা এই সাহসী কাজ শেষ করায় গতকাল মঙ্গলবার আড়াইহাজার প্রেসক্লাব ওই দুই যুবককে সংবর্ধনা প্রদান করেন।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে আবুল কালাম এবং মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের কমিজউদ্দীনের ছেলে কাউসা আহমেদ এরা দুজনই লেখা পড়া করছে। এর মধ্যে আবুল কালাম বিসিএস পরীক্ষা দিয়েছে। কাউছার বিএ অনার্সে পড়েন। সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, জাকির হোসেন, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহজাহান কবির প্রমুখ। মো. কাউছার জানান, তারা দুই বন্ধু এক সঙ্গে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পাড়ি দেয়ার সংকল্প নিয়ে গত ১ জানুয়ারি তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে রওয়ানা দেন। ২৪ দিনে তারা ৯৯৪ কিলোমিটার পথ শেষ করে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ শেষ করেন। তারা জানান, এ পর্যন্ত পায়ে হেঁটে আসতে তাদের সামান্য পা ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। আবুল কালাম জানান, হাঁটার প্রতি উৎসাহ দিতে তারা এই দুঃসাহসিক কাজটি শেষ করেছেন। যাওয়ার আগে তারা জেলা প্রশাসককে অবহিত করেছেন বলে জানান। তারা জানান, দিনের বেলায় হেঁটেছেন আর রাতে বিশ্রাম নিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ