Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হিলি বন্দর সংবাদদাতা : দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের একমাত্র হিলি স্টেশন থেকে সকল আন্ত:নগর ট্রেনের বিরতি, অবকাঠামো উন্নয়নসহ স্টেশনটি আধুনিকায়ন করা দাবিতে সংবাদ সম্মেলন করেন হিলি-হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। দাবি না মানা হলে ১০ ফেব্রুয়ারি মানববন্ধনের ডাক দিয়েছেন তিনি। পৌরমেয়র বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সকল আন্ত:নগর ট্রেনের বিরতি, অবকাঠামো উন্নয়নসহ স্টেশনটি আধুনিকায়ন করতে হবে। তিনি বলেন, জাকজমক পূর্ণ এই হিলি স্টেশনটি এখন জন শূণ্য হয়ে পড়েছে। টিকিট বিক্রিও বন্ধ করে দেয়া হয়েছে। লোকবল সংকটের অজুহাত দেখিয়ে হিলি স্টেশনটিতে অন্তনগর বরেন্দ্র উর্ধগামী, তিতুমির ও খুলনাগামী রকেট ২৪ নিম্নগামী মোট তিনটি ট্রেনের বিরতি ঠিক রেখে আর অন্য সকল ট্রেনের বিরতি বন্ধ করে দিয়েছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এতে করে ব্যবসায়ী, পাসপোর্ট যাত্রীসহ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তিনি এলাকাবাসীর দাবির কথা তুলে ধরে বলেন, ঢাকা, রাজশাহী ও খুলনাগামী সকল ট্রেন বিরতি, অবকাঠামো উন্নয়নসহ স্টেশনটি আধুনিকায়ন করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ