বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নৌকায় ভোট দিতে ওয়াদা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আপনারা সচেতন থাকবেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দুর্নীতির স্থান বাংলার মাটিতে নেই।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আহ্বান-আপনারা অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এ নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এ নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সম্মান পেয়েছে। আমরা এ দেশে কোনো অন্যায়-অবিচারকে বরদাস্ত করবো না। কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসের স্থান বাংলার মাটিতে হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।