Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশঙ্কামুক্ত নয় ট্রেনে পা হারানো রুবিনা

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কমলাপুরে জবির শিক্ষার্থীর দু’পা কাটা পড়ার একদিন পর রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার খা-পাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারানো জবির সেই শিক্ষার্থীর অস্ত্রোপচার হয়েছে। তার সার্বিক অবস্থা তুলনামূলক ভালো হলেও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ থেকে রুবিনাকে নেয়া হয়েছে ২০৬ নং ওয়ার্ডে। ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আল­াউদ্দিন জানান, কয়েক ঘণ্টা সময় নিয়ে রুবিনার অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের সময় তাকে পাঁচ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। এখন সে তুলনামূলক ভালো হলেও আশঙ্কামুক্ত নয়। গত রোববার কমলাপুরে ট্রেনে কাটা পড়ে দুই পা হারান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুবিনা (২২) নামের এই শিক্ষার্থী। রেললাইন ধরে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে গেলে তখন ওই লাইন ধরে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে রুবিনার পা জোড়া। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই মো. রবিউল্লাহ জানান, খিলক্ষেত বনরুপা এলাকার খাঁ-পাড়া রেললাইন দিয়ে অজ্ঞাত ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা-কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে হলুদ ও গোলাপী রঙয়ের পোশাক ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ