বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে। এ সময় দুপক্ষের ১৫জন আহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার লেবুতলা ও শেখহাটি ইউনিয়নে পৃথক এ বোমা হামলার ঘটনা ঘটে।যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, উভয় ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। তবে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।আহতরা জানান, আসন্ন লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলিমুজ্জামান মিলন সমর্থিত সন্ত্রাসীরা ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে শনিবার রাত ১০টার দিকে লেবুতলা ইউনিয়নের বটতলা বাজারে আসে।এ সময় অতর্কিতভাবে অন্তত ৮ থেকে ১০টি বোমার বিস্ফোরণ এবং দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পথচারীসহ অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে আওয়ামী লীগ নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।