বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবস্থাপনায় আন্তঃইংলিশ মিডিয়াম স্কুল ফুটবল উৎসব গত রোববার বিএএফ শাহীন কলেজ মাঠে সমাপ্ত হয়েছে। চারদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুর্ধ্ব ১৯ বালিকাদের চূড়ান্ত খেলার মাধ্যমে উৎসব সমাপ্ত হয়। অনুর্ধ্ব ১৯ বালিকাদের প্রতিযোগিতায় ডনবসকো স্কুল চ্যাম্পিয়ন এবং বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল রানার-আপ হয়। চূড়ান্ত খেলায় তারা বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলকে ৩-১ গোলে পরাজিত করে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসাবে এবং বাফওয়া সভানেত্রী তাসনিম এসরার বিশেষ অতিথি হিসাবে চূড়ান্ত প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন। তিনি উন্নতমানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ দেয়ার জন্য শাহীন পরিবারের প্রশংসা করেন। তিনি শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃক প্লে গ্রæপ থেকে এ-লেভেল পর্যন্ত ২০১৯ সালের মধ্যে একই ক্যাম্পাসে শিক্ষাদানের লক্ষ্যের কথা তার বক্তৃতায় তুলে ধরেন। তিনি তার বক্তৃতায় খেলাধুলার উপকারিতা বিষয়ে বলেন, খেলাধুলা ছাত্র ছাত্রীদের মধ্যে আস্তা, শক্তি ও শারীরিক উপযুক্ততা তৈরী করে। বিএএফ ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল গ্রæপ ক্যাপটেন মাখলুকার রহমান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।