Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে কুপিয়ে স্ত্রীকে খুন করল পাষÐ স্বামী

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর কচুয়া গ্রামে পাষন্ড স্বামী জুয়েল রানা কুপিয়ে স্ত্রী আকলিমা (২২) কে খুন করেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর পূর্বে কচুয়া ব্যাপারী পাড়ার আলতাব হোসেনের কন্যা আকলিমার বিয়ে হয় কালিয়া আড়াইপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে জুয়েল রানার সাথে। প্রবাসী জুয়েল রানা কিছুদিন পূর্বে দেশে আসে এবং শ্বশুর বাড়ি বেড়াতে যায়। শ্বশুর বাড়ি থাকা অবস্থায় গত শনিবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে জুয়েলর স্ত্রী আকলিমাকে চাপাতি দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় আকলিমাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মারা যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাষÐ স্বামী প্রবাসী জুয়েল রানাকে এলাকার লোকজন আটক করে। কালিয়া ইউপি সদস্য শামসু, বাদল, বিল্লাল, হাশেম শর্ত সাপেক্ষে খুনি জুয়েলকে ছেড়ে দেয়। আকলিমা এবার সান স্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো.মাকছুদুল আলম বলেন, থানায় কোন মামলা হয়নি, মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ