Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধা মাতা ও স্ত্রী কান্নাকাটি করে দিন কাটাচ্ছেন

নিখোঁজ আইটি ইঞ্জিনিয়ার এনামুল হকের সন্ধান মেলেনি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারী হজ এজেন্সি’ রাজশাহী ট্রাভেলস এন্ড ট্যুরসের (২১১) আইটি ইঞ্জিনিয়ার মো: এনামুল হক গত তিন দিন যাবত নিঁেখাজ রয়েছে। গত ২৬ জানুয়ারী বিকেল সোয়া ৩ টায় রাজধানীর খিলগাঁও ৬ নং রোড নন্দীপাড়া ৭ নং বাড়ী থেকে বের হলে অদ্যাবধি নিখোঁজ এনামুল হকের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ ইঞ্জিনিয়ার এনামুল হকের স্ত্রী নিলুফা আক্তার গত ২৭ জানুয়ারী খিলগাঁও থানায় এ ব্যাপারে একটি জিডি দায়ের করেছেন। জিডি নং ১৬৪৬ । নিখোঁজ ইঞ্জিনিয়ার এনামুল হকের গ্রামের বাড়ী কুমিল্লা’র লাঙ্গলকোট থানার চাটিতলার মরহুম মাওলানা ইকরামুল হকের ছেলে। নিখোঁজ ইঞ্জিনিয়ার এনামুল হক সাদা পাঞ্জাবী ও কালো কোট পড়ে বাসা থেকে বের হলে আর গৃহে ফিরে আসেনি। তার বৃদ্ধা মাতা ও স্ত্রী বহু খোঁজা-খুজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। তারা সারাক্ষণ কান্না-কাটি করে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। রাজশাহী ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী মুফতী মুস্তাফিজুর রহমান গতকাল ইনকিলাবকে বলেন, নিখোঁজ আইটি ইঞ্জিনিয়ার গুলশানের মানারত ইউনিভার্সিটি’র মেধাবী ছাত্র ছিলেন। সে অত্যান্ত ধর্মভীরু , সৎ ও কর্তব্য নিষ্ঠাবান ব্যক্তি। নিখোঁজ এনামুল হক কুমিল্লা কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম মরহুম মাওলানা ইকরামুল হকের সন্তান। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেও নিখোঁজ এনামুল হকের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি বলেও মুফতী মুস্তাফিজুর রহমান উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ