বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিজের জন্য নয় দেশ ও জাতির জন্য শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী দেশপ্রেমিক নাগরিক হতে হবে। গতকাল (সোমবার) নগরীর নাসিরাবাদস্থ অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান শিক্ষক লিলি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক মোঃ সাজ্জাদ। সহকারি শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি মোঃ এহসানুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী সাইবা ইসলাম ও তাহসিনা নূর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. সহ-সভাপতি মোঃ ইদ্রিস, সৈয়দ রফিকুল আনোয়ার, নুরুল ইসলাম মিন্টু, অভিভাবক সদস্য শাহ আলম উপস্থিত ছিলেন। গত বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪১ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১২০ জন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়। পরে মেয়র বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।