Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ল্যাপটপ ও কম্বল বিতরণ

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা : প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এবং বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে গতকাল সোমবার ঢাকার ধামরাই উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ১৬ ইউনিয়নে ৩ হাজার হতদরিদ্রের জন্য কম্বল বিতরন করা হয়েছে। উপজেলা চত্বরে প্রতিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও আওয়ামী লীগ নেতা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ, আওয়ামীলীগ নেতা শফিক আনোয়ার গুলশান, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, পৌর যুবলীগ সভাপতি আমিনুর রহমান প্রমুখ । সভাশেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন। এ সময় ৩ হাজার কম্বলও দেয়া হয়। ইতিপূর্বে উপজেলার আরো ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেয়া হয়েছে। উপজেলা ও পৌর এলাকায় প্রতিটি বিদ্যালয়ে এ ল্যাপটপ সরকারিভাবে দেয়া হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ