Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিএমএবি অ্যাওয়ার্ড পেল ২৭ কোম্পানি

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউটেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে ২৭ কোম্পানি। গত রোববার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার ১১টি ক্যাটাগরিতে এই ২৭ কোম্পানিকে পুরস্কার দেয়া হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিংয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ ইনস্টিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে “বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬” পুরস্কারে ভ‚ষিত করেছে। ২৮ জানুয়ারি হোটেল সোনারগাঁয় আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের নিকট এ পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) -এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম. খায়রুল হোসেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) -এর চেয়ারম্যান সি. কিউ. কে. মুসতাক আহমেদ, আইসিএমএবি’র সভাপতি জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, সচিব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এসআইবিএল
সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬ লাভ করেছে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর নিকট থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

সামিট পাওয়ার
আইসিএমএবি ঘোষিত সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬-তে পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করলো সামিট পাওয়ার লিমিটেড। এর মধ্য দিয়ে টানা ৫ম বারের মতো আইসিএমএবি’র এই স্বীকৃতি পেল সামিট পাওয়ার লিমিটেড।
গতকাল সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম খায়রুল হোসেন, ফিনানসিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান সি কিউ কে মুশতাক আহমেদ, দ্য ইন্সটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, কর্পোরেট অ্যাওয়ার্ড এন্ড ব্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী নেওয়াজ এফসিএমএ, সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান এবং সামিট গাজীপুর ২ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হোসেন।

সিটি ব্যাংক
অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ স্বীকৃতি পেয়েছে সিটি ব্যাংক । গতকাল কর্পোরেট গভর্নেন্স বজায় রাখার ক্ষেত্রে সুদৃঢ় ভূমিকার জন্য সিটি ব্যাংক এ পুরস্কার লাভ করে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিকট থেকে সিটি ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুবুর রহমান এই পুরস্কার গ্রহণ করেন।

বিএটিবি
উৎপাদন ক্যাটাগরিতে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড-২০১৬’ প্রথম স্থান অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি)। রোববার বিএটিবি’র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এবং অ-নির্বাহী পরিচালক, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ