Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝাঁজ কমেনি পেঁয়াজের

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পাবনা থেকে মুরশাদ সুবহানী : পাবনা জেলায় নতুন পেঁয়াজ বাজারে উঠলেও ঝাঁজ কমেনি। এখনো বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাবনা শহরের বাজারের চলছে কাঁচা সবজির সিন্ডিকেট করে ব্যবসা। আগে ভ্যান রিকাশায় বিক্রি করা সবজির দাম কাঁচা সবজির বাজারের চেয়ে কিছু কম পাওয়া গেলেও এখন সর্বত্র একই অবস্থা বিরাজ করছে। শিমের দাম এক সপ্তাহ আগে কেজি প্রতি ১০ টাকা কমে গেলেও আবার বেড়ে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। শীতের সব ধরনের সবজির দাম বৃদ্ধি অব্যাহত আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন তরকারী ব্যবসায়ী জানালেন, হাঁটেও দাম বেশি।
তবে হাট থেকে শহরে কাঁচা সবজি এনে যে দামে বিক্রি করা হচ্ছে, তা অতিরিক্ত। বাজারে তরকারির দোকান খোলার সাথে সাথেই মোবাইলে জানিয়ে দেয়া হয় কোন তরকারি কত দামে বিক্রি হবে। যে কারণে ভ্যানেও কম দামে সবজি পাওয়া যায় না। পেঁয়াজের দাম এখনো কমেনি। তবে কিছুদিন পর কমতে পারে বলে জানা গেছে।
সূত্র মতে, পাবনায় এবার চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। জেলায় এ বছর পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৪ হাজার হেক্টর জমিতে। এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কোনো কোনো স্থানে এখনো পেঁয়াজ তোলার কাজ চলছে।
পাবনা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভ‚তি ভ‚ষণ সরকার জানান, এবার পেঁয়াজ বীজের দাম বেশি থাকলেও বীজের মানও ভালো ছিল। সুজানগর উপজেলার মানিকহাট, উলাট, বামনদি, চরদুলাই, বনকোলা এলাকার কৃষকরা জানান, এবার পেঁয়াজ বীজে ভালো চারা হয়েছে। ফলন ধারণার চেয়ে বেশি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ