রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : এক দফা এক দাবি আদায়ের লক্ষে সারা বাংলাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভাতেও সব কর্মকর্তা-কর্মচারীর তিনদিনের পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আহŸায়নে দ্বিতীয় দিন গতকাল সোমবার সকাল থেকে শিবগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে নিচে বসে কর্মবিরতি শুরু করে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। শিবগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। তিনি জানান, সকল কর্মকর্তারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সকল সরকারি সুবিধা ভোগ করে, কিন্তু আমরা একই রকম পরিশ্রম করে সেই সুবিধা ভোগ করতে পারি না। অবিলম্বে আমাদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবি জানান তিনি। কর্মসূচি বাস্তবায়ন না হলে আজ থেকে এইদিনের যে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে, এর চাইতেও বেশি দিনের ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে পূর্ণদিবস কর্মবিরতি থেকে জানানো হয়। এদিকে সকাল থেকে এই কর্মবিরতি শুরু হলে সেবা পেতে আসা অনেক পৌর নাগরিকদের ফিরে যেতে দেখা যায়। ফলে নাগরিকরা চরম দুর্ভোগে পড়ে যান। সেবা পেতে আসা মোসা. রাজিয়া সুলতানা বলেন, এর আগেও এসে দেখি যে এমন কর্মবিরতি চলছে আর আমরা বারবার ফিরে যাচ্ছি এটা ভালো না, বরং আমাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। তিনি আরো বলেন, স্থবির পৌরসভার সেবাকার্যক্রম কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। পৌরবাসী অন্ধকারে নিমজ্জিত ছিল, রাতে বেলা পৌর এলাকার রাস্তার পার্শ্বে বৈদ্যুতিক খুঁটিতে ব্যবহৃত আলো জলেনি কর্মবিরতির কারণে। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন জানান, কর্মবিরতির কারণে জেলার চারটি পৌরসভা ছিল অন্ধকারে নিমজ্জিত। তিনদিনের কর্মবিরতি পালনে দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, কোষাধ্যক্ষ ইসরাফিল হকসহ ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।