রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরে পৌরবাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পাঁচ-ছয়দিন আগে কে বা কারা হত্যার পর তার লাশটি ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলা শহরের পৌর বাসটার্মিনালের উত্তর পাশে ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেদের জালে লাশটির সঙ্গে আটকে যায়, খাদ্যের বস্তা মনে করে তারা টান দিলে লাশটি ভেসে উঠে। চিৎকার দিলে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ফুল শার্ট ও প্যান্ট। সদর থানার এস আই ওমর ফারুক জানান, যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এখনো নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।