Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেহের জাহানের চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা থেকে সাদিক মামুন : সন্তান পিতা-মাতার কাছে এক অমূল্য সম্পদ। সন্তানের সুখে যেমন পিতা-মাতা খুশি হয় তেমনি সন্তানের কষ্টে, অসুখ-বিসুখে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আর দিশেহারা হয়ে ওঠেন তারা। এমনি একটি ফুটফুটে শিশু মেহের জাহান। মাত্র দশ বছর বয়সী কন্যার উন্নত চিকিৎসার জন্য তার মা বাবা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
কুমিল্লা শহরের ফিউচার ব্রাইট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মেহের জাহানের হার্টে তিনটি ছিদ্র তাকে ক্রমে ক্রমে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। মেহের জাহানকে কুমিল্লায় শিশুরোগ চিকিৎসক ডা. মাজহারুল আলমের তত্ত¡াবধানে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর ঢাকায় এ্যাপোলে হসপিটালের কার্ডিয়াক সার্জন ডা. মো. মোমেনুল হক এবং সর্বশেষ হৃদরোগ ইনস্টিটিউটের শিশু কার্ডিওলজি ডা. এস কে এ রাজ্জাককে দেখানো হয়েছে। প্রতি এক বা দুইমাস পর পর ইকো করাতে হচ্ছে শিশু মেহের জাহানকে। হার্টের ছিদ্রের আকার কখনো বাড়ছে, কখনো কমছে। এ অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মেহের জাহানের অপারেশন করানো ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। মেহের জাহানের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। তার বাবা মিজানুর রহমান গেøাব ফার্মার বরিশাল ডিপোতে ইনচার্জ হিসেবে চাকরি করেন। বেতনের চাকরির টাকায় মেয়ের চিকিৎসার ১৫ লাখ টাকা যোগান দেয়া অসম্ভব হয়ে পড়েছে। তা ছাড়া গত ৯ বছর ধরে টানা মেয়ের চিকিৎসা খরচ চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের সকল হৃদয়বান দানশীল ব্যক্তির আর্থিক সহযোগিতা কামনা করেছেন মেহের জাহানের অসহায় বাবা-মা। ফুটফুটে শিশু মেহের জাহানের উন্নত চিকিৎসায় আর্থিক সহযোগিতা দিতে সরাসরি তার পিতা মিজানুর রহমানের ০১৭২৩৯২৯০৫৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অথবা বিকাশে সাহায্য পাঠাতে পারেন ০১৯৪৫১০৪০৮৬ নম্বরে। এ ছাড়াও মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর-১২৭১৫১২২৭৫৩১, ডাচবাংলা ব্যাংক, ফার্মগেট শাখা, ঢাকা এবং ইসলামী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর-২০৫০১৩৬০২০৩৭৭৪১০১ আর্থিক সাহায্য পাঠানো যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ