Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে রাজউকের অভিযান

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর সেকশন ১২-তে আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা থাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বাণিজ্যিক স্থাপনাসসহ প্রায় ৩০টি দোকান অপসারণ এবং একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে চার লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত টাক্সফোর্স এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, মিরপুর সেকশন ১২-এর ‹ধ› বøকের ৫নং রাস্তার এক আবাসিক ভবনে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ছিল। অভিযানে বাণিজ্যিক ব্যবহারের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা এবং দ্রæত রাজউক থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমোতি নেয়ার নির্দেশ দেয়া হয়।
এছাড়া অভিযানে একই রাস্তাার ৫নং হোল্ডিংয়ে আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত একটি কোচিং সেন্টার উচ্ছেদ করা হয়। ৯নং হোল্ডিংয়ের কার পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূতভাবে নির্মিত দুটি ফ্ল্যাট অপসারণ করা হয়। ১৭নং হোল্ডিংয়ে নির্মাণাধীন সাত তলা ভবনের চার তলা পর্যন্ত বর্ধিত বরান্দা অপসরণ করা হয়। বাকি তিনটি ফ্লোরের বর্ধিত বারান্দা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেয়া হয়। একইভাবে ১৮/১৯নং হোল্ডিংয়ে নির্মাণাধীন তিন তলা ভবনের বর্ধিত বরান্দা অপসরণ করা হয়। আবাসিক ভবনের কার পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে পরিচালিত ১৫টি হোল্ডিংয়ের প্রায় ৩০টি দোকান অপসারণ এবং পাঁচটি র‌্যাম্প উচ্ছেদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ