বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ লাখ ৬২ হাজার টাকা সমমূল্যের ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়ালসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রীর নাম মো. সোবহান শেখ।
শনিবার মধ্যরাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এমএইচ ১৯৬) সোবহান ঢাকায় পৌঁছান। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলছেন, আগে থেকে সংবাদ পাওয়ায় সোবহানের ওপর নজর রাখা হচ্ছিল। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় চ্যালেঞ্জ করা হলে তিনি প্রথমে বিদেশি মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে কাস্টমস হলে নিয়ে জিজ্ঞাসাবাদের পর জুতা ও শরীর তল্লাশি করে ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্যমান হয় ৭২ লাখ ৬২ হাজার টাকা।
মইনুল জানান, গত জানুয়ারি মাসে তিনবার এবং গত বছর সাতবার মালয়েশিয়া-ঢাকা রুটে যাতায়াত করেছেন সোবহান। জিজ্ঞাসাবাদে সোবহান জানিয়েছেন, স্বর্ণ কেনার জন্য ঘোষণা বহির্ভূত এসব মুদ্রা নিয়ে গত ২৫ জানুয়ারি তিনি মালয়েশিয়ায় যান। কিন্ত সেদেশের ইমিগ্রেশন কোনো এক অজ্ঞাত কারণে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। এর আগেও চারবার একইভাবে মুদ্রা নিয়ে গিয়ে বিদেশ থেকে সোনা এনে ঢাকার তাঁতীবাজারের দুজনের কাছে বিক্রি করেছেন। সোবহানের বিরুদ্ধে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।