বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মাদ্রাসা শিক্ষা মানসম্মত, গণমূখী ও বিজ্ঞান মনস্ক করার জন্যে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট আয়োজিত আলোচনা সভার প্রস্তাব সম্পর্কে বলেছেন, একমূখী শিক্ষা, যুগোপযোগী, আধুনিকায়ন ও অভিন্ন শিক্ষাক্রমের অন্তর্ভ’ক্তি এবং বিজ্ঞানসহ মাত্রাতিরিক্ত সাধারণ বিষয়ের অন্তর্ভুক্তির ফলে এক সময়ের মোহছেনিয়া বা জুনিয়র মাদ্রাসার অবলুপ্তি ঘটে। এসব মাদ্রাসায় দেশের জনগণের লালিত ও ধারণকৃত চিন্তা-চেতনা, চিরায়ত ইসলামী মূল্যবোধ ও চিন্তা-চেতনা সম্বলিত বিষয় পড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তিনি মাদ্রাসা শিক্ষাকে মেডিকেল, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ন্যায় একটি বিশেষায়িত শিক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সেদিকে লক্ষ্য রেখেই মাদ্রাসা শিক্ষার সিলেবাস প্রনয়ণ করা হয়ে থাকে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীন বাংলাদেশে বাংলাদেশী জাতি সত্তার মর্মমূলে রয়েছে ধর্ম। এর জন্যে প্রয়োজন ধর্ম ভিত্তিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।