Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জারে ‘কাঁচা পানি’ বাজারজাত চার প্রতিষ্ঠান বন্ধ

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে ওয়াসার পানি বিশুদ্ধ না করে সরাসরি জারে ভরে বিভিন্ন দোকানে বাজারজাত করার অভিযোগে ৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকার রোববার বিকেলে এক অভিযানে এ ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত বিএসটিআইয়ের সঙ্গে সমন্বয় করে অভিযানটি চালানো হয়। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, বিশুদ্ধ না করে খাবার পানি বাজারজাত করায় ৪টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সাফিয়া ড্রিংকিং ওয়াটার, স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার, রিলায়েবল ড্রিংকিং ওয়াটার এবং অন্তরা ড্রিংকিং ওয়াটার। অভিযানের সময় রিলায়েবল ড্রিংকিং ওয়াটারের মালিক বেলাল এবং ম্যানেজার মোহাম্মদ শাওনকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে ওই চার প্রতিষ্ঠানের চার হাজার ৬শ’ পানির জার ধ্বংস করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ