Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে সততা স্টোর চালু করল দুদক

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করেছে দুুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর উইলস্ লিটল ফ্লওয়ার স্কুল এ্যান্ড কলেজ এবং উদয়ন বিদ্যালয়ে এ দুটি সততা স্টোর চালু করে। দুদক ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে এ দু’টি ‘সততা স্টোর’ উদ্বোধন করা হলো। কাকরাইলস্থ প্রশাসনিক ভবনের নিচতলায় একটি সততা স্টোরের উদ্বোধন করেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। সততা স্টোরে সকল শিক্ষা উপকরণ থাকবে, এগুলোর মূল্য তালিকা থাকবে, ক্যাশ বাক্স থাকবে, তবে দোকানি কিংবা সিসি ক্যামেরা থাকবে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে মূল্য তালিকা দেখে প্রয়োজনীয় টাকা ক্যাশ বাক্সে রেখে মূল্য পরিশোধ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেন, তিনি বলেন, সৎ ও চরিত্রবান মানুষ কখনই দুর্নীতি করতে পারে না। তাই শৈশব থেকে সকলকে সৎ চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। দুর্নীতির কোনো ইতিবাচক দিক নেই। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দিবে, তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততা চর্চার জন্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর গঠন করা হয়েছে। ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য কিংবা প্রশ্ন ফাঁসের মতো অনৈতিক চর্চা বন্ধ করতে হলে ছাত্র-শিক্ষক-অভিবাবকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার পাশাপাশি গণসচেতনতা, ধর্মীয় অনুশাসন, নৈতিকতার উন্নয়ন, উত্তম চর্চার বিকাশ তথা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমেই দুর্নীতির নিয়ন্ত্রণ করা যেতে পারে।
এসময় তাঁর সঙ্গে ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ জাফর ইকবাল, মহাপরিচালক (মানিলন্ডারিং) মোঃ আতিকুর রহমান খান, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী, উইসল্ লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ