Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক যোগাযোগ মন্ত্রী মতিউর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বরিশালের কৃতি সন্তান সাবেক যোগাযোগ মন্ত্রী এম মতিউর রহমান ও ভাষা সৈনিক শেখ নুর মোহাম্মদ নূরের ইন্তেকালে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বরিশাল বিভাগ সমিতির আয়োজনে রাজধানীর মতিঝিল পাঁচফোড়ন হোটেলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যকরি সভাপতি ও ঢাকার সাবেক চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্ট আপীল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ নিজামুল হক নাসিম। বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও সরকারের সিনিয়র সচিব মুশফেকা ইকফাৎ, বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশনের সাবেক চেয়ারম্যান এমআর খান, সমিতির উপদেষ্টা কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল ও এনবিআরের সাবেক সদস্য আবুল কাসেম, সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির দুলু, জেলা জজ রোকেয়া বেগম, জেলা জজ মোহাম্মদ আলতাফ হুসাইন, সাংবাদিক কায়কোবাদ মিলন, আব্দুর রহমান তপন, মঞ্জুর হোসেন ঈসা, এমএ সোবাহান, আতিকুর রহমান টুলু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ