Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চিকিৎসক ও ওষুধ সঙ্কট ডায়রিয়ায় আক্রান্ত ২২ শিশু হাসপাতালে

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত দু’দিনে ২২ শিশু ঠান্ডাজনিত ও রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি দুটি হাসপাতালে ভর্তি হয়েছে। ঔষধ ও চিকিৎসকের সঙ্কট থাকায় তাদের চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১০ জন ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১২ জন শিশু ভর্তি হয়েছে। এদের সবার বয়স এক মাস থেকে দেড় বছরের মধ্যে। ভর্তিকৃতরা হলেন, হাসি, সামী, আলো, মরিয়ম, আশিক, ইসমাইল, রাফি, সুমাইয়া, রোহান, তোয়া, আব্দুল্লাহ, বুলবুল, রুমি ও ইউসুফ। এই হাসপাতাল দুটিতে ২৬ জন চিকিৎসক থাকলেও বর্তমানে ৯ জন চিকিৎসক কর্মরত রয়েছেন বাকী ১৭ টি চিকিৎসকের পদ শুন্য রয়েছে এবং ৫০০ সিসি স্যালাইন সহ অন্যান্য ঔষধ হাসপাতালে সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা চরম ব্যহত হচ্ছে। এ ব্যাপারে ৩১ শয্যা বিশিষ্ট মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন তালুকদার জানান, রোটা ভাইরাস ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেশকিছু শিশু ভর্তি হয়েছে। ৫শ সিসি স্যালাইন সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে যেসকল শিশু ভর্তি হয়েছে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালটিতে চিকিৎসক সঙ্কট রয়েছে বলে তিনি স্বীকার করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ