Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন, বিচারকেরা ন্যায় বিচার করেন আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ছাত্র সমাবেশে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন- বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচারকরা ন্যায় বিচার করেন। খালেদার জিয়ার মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্য নেয়া হয়েছে। আদালত দুই পক্ষের যুক্তি তর্ক শুনেছেন। কোটে বিচারক যেটি পেয়েছেন, সেটিই ৮ তারিখ রায় দিবেন। এতে তার কোন বক্তব্য নেই। বক্তব্য দিতে গেলে মির্জা ফখরুল পুটি মাছের মত লাফাতে শুরু করবে। তিনি বলেন, আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলছেন, আইন মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছে। এটি পালগ ছাড়া এ কথা বলতে পারে না। তিনি আরো বলেন, এটি বিএনপি সরকারের আমালে হয়েছে। যদি রায় তাদের বিরুদ্ধে যায়, তাহালে ৫মিনিটের মধ্যেই বিচারকদের ব্যাঞ্চ পরিবর্তন করে তাদের মনগড়া রায় দিয়েছেন বলে নজির রয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখার উদ্যোগে গতকাল রোববার সকালে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকাÐ ও বিচার প্রক্রিয়ার উপর ভিত্তি করে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন উপলক্ষে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন; স্থানীয় সাংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে বেঈমানী না করার জন্য দ্বীপ্ত শপথ নেয়ার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ