Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ভুয়া ডিবি পুলিশসহ আটক-৫

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : কলগার্ল দিয়ে ফাঁদে ফেলে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে রাজশাহী মহানগরীতে তিন ভূয়া ডিবি পুলিশের ওসি, এসআই, এএসআই এবং কলগার্লসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাদের নগরীর মথুরাডাঙ্গা এলাকার শেফালির বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ মালদা কলোনি এলাকার ইয়াছিন আলীর ছেলে ভূয়া ডিবি পুলিশের ওসি সোহেল রানা (৩৮), ভুয়া এসআই ও একই এলাকার মৃত বাতুর ছেলে সুইতেম (৩০), চারঘাট উপজেলার চকশিমুলিয়া এলাকার আজিমুদ্দিনের ছেলে ও ভুয়া এএসআই আরিফুল (৩৫)। তাদের সহায়তাকারী কলগার্ল বনপাড়া কালিকাপুর এলাকার মৃত মোখলেছের মেয়ে রাবিয়া খাতুন (২০) ও বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা এলাকার চাঁদ আলীর স্ত্রী সেলি বেগম (২৮)। এরমধ্যে একজন পলাতক এক নারী ঢাকা জেলার ধামরাই থানার কালাপুর গ্রামের মমিনুলের স্ত্রী ফরিদা পারভিন (৩২)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র এসি ইফতেখার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে কথিক কলগার্ল নারীদের সহায়তায় জিম্মি করে অর্থ আদায় করছে ।
খবর পেয়ে মহানগর ডিবি পুলিশের একটি টিম ওই বাড়িতে সাদা পোশাকে অভিযান পরিচালনা করে। এসময় ভূয়া ডিবির ওসি, এসআই ও এএসআই দাবি করে ওই চক্রের সদস্যরা। এসময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গতমাসেই চক্রটি বাড়িটি ভাড়া নেয়। তারা দীর্ঘদিন ধরে নারীর সহায়তায় মানুষকে জিম্মি করে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরো চক্রকে ধরতে কাজ করছে পুলিশ। তাদের বিরদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ