Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ওপর মহলের চাপে অবশেষে বন্ধ হলো রানীনগরে জুয়ার মেলা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : অবশেষে উধ্বর্তন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো রাননিগরের বেলঘরিয়া মেলার জুয়ার মহোৎসব। সর্বনাশা মেলার জুয়ার হাত থেকে রক্ষা পেল বগুড়ার আদমদীঘি, সান্তাহার, দুুপচাচিয়া, জয়পুরহাটের-আকোকলপুর, নওগাাঁর রানীনগর, আত্রাই, মহাদেবপুর, নজপিুর মান্দসহ এর আশপাশ এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সর্বশ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য আদমদীঘি উপজেলার পাশ্বর্বতী রানীনগর উপজেলার বেলগরিয়া কচুয়া মাঠে ফসলি জমিতে কতিপয় নামধারী জুয়ারু স্থানীয় সরকার দলীয় ক্যাডার ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় মাসব্যাাপী মেলার আয়োজন করে হাউজি, ওর‌্যাফেল ড্র লটারীর নামে জুয়াসহ বিভিন্ন প্রকার জুয়ার মহোৎসব চালিয়ে আসছিল। মেলার আয়োজকরা স্বাপ্নোছোয়া র‌্যাফেল ড্রতে মটরসাইকেল, সিএনজি, সোনার গৃহনাসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করে গোটা উত্তরাঞ্চলে এর টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে থাকে। আর এসব লভুনীয় পুরুস্কারের আশায় স্কর কলেজের ছাত্রছাতীসহ সর্বশ্রেণি পেশার মানুষ হুমড়ি খেয়ে লটারী নামক এই জুয়ার টিকিট কিনে সর্বশান্ত হয়ে পরে। রানীনগর উপজেলার পার্শ্ববতী সান্তাহার শহর সংগøনো মাঠে গত ২৫ জানুয়ারী থেকে শুরু হয় তিন দিনব্যাপি আঞ্চলিক বিশ্ব ইজতেমা। তাতে বন্ধ করা হয়নি মেলার কার্যক্রম বা জূয়া। আগামী ১ফেব্রæয়ারী এস এস সি পরীক্ষা। তার পরও মেলার আয়োজক বা স্থানীয় পুলিশের । অবশেষে অভিজ্ঞ মহল বিষয়টি পুলিশের উধ্বর্তন মহলে জানানোর পর ওপরের চাপে স্থানীয় পুলিশ এই জুয়ার মেলা বন্ধ করতে বাধ্য হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ