Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত দিনের মধ্যে সাইনবোর্ড-বিলবোর্ড-ব্যানার বাংলায় লিখতে ডিএনসিসি’র নির্দেশ

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এলাকার যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড-বিলবোর্ড ও ব্যানার বাংলায় লেখা হয়নি তা নিজ উদ্যোগে আগামী ৭ দিনের মধ্যে বাংলায় লেখার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশের বাইরে থাকবে।
গতকাল রোববার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়েছে। এস এম মামুন বলেন, এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জাতীয় দৈনিক এবং ডিএনসিসি’র ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে প্রদত্ত আদেশ অনুযায়ী সকল প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষায় লেখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ডিএনসিসি এলাকার যাবতীয় প্রতিষ্ঠান মালিকদের জানানো যাচ্ছে যে, যেসব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি এখনো বাংলায় লেখা হয়নি তা অবিলম্বে স্বউদ্যোগে অপসারণ করে আগামী সাত দিনের মধ্যে বাংলায় লিখে প্রতিস্থাপন করা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ