Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ বাড়ল

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন বাস্তবায়নের সুবিধার্থে ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে-নতুন আইনের সঙ্গে সংঙ্গতি রেখে ব্যবসা পরিচালনা আরো সহজ করা এবং রাজস্ব আয় বাড়ানো। সংশোধিত প্রকল্পের আওতায় ভ্যাট ও সম্পূরক শুল্ক সংক্রান্ত ব্যবস্থাপনা, কার্যক্রম ও প্রশাসন কম্পিউটারাইজড এবং অটোমেশন করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন (ভ্যাট অনলাইন) দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সংশোধিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৯০ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৪০ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪৪৯ কোটি ৭৮ লাখ টাকা। প্রকল্পের সাহায্য প্রদানকারী সংস্থা বিশ্ব ব্যাংক। প্রকল্পটি বাস্তবায়ন করবে এনবিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ