Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে বন্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারে সড়কের পাশে ছোট্ট একটি বন্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেছে দুই সহদোর শিশু। গত শনিবার মধ্য রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফুটপাতে কাঠের তৈরী ছোট্ট (দোকান ঘরেরর মতো দেখতে) ঘরটিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- জাহিদ হোসেন (১৩) ও নাহিদ হোসেন (৬)। তাদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রীমোহনী গ্রামে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির নিহতদ্বয়ের মা জোবেদা বেগমের বরাত দিয়ে জানান, নিহত দুই পথ শিশু তাদের মায়ের সাথে থাকতো। মধ্যরাতে হঠাৎ তাদের মা জোবেদা বেগম (শ্বাসকষ্টের রুগী) ঔষধ আনতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দিকে যায়। তখন ওই ঘরটিতে বাহির থেকে দরজায় তালা দিয়ে যায়। ভিতরে দুই শিশু ঘুমাচ্ছিল। পাশেই কাঠের উপর মোমবাতি জ্বালানো ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ