Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআন ছেড়ে দিলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি -মধুপুর পীর সাহেব

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধুপুর পীর ছাহেব হযরত মাওলানা আব্দুল হামীদ বলেন, কুরআন ও সুন্নাহ আলোকে জীবন গড়লে দুনিয়া-আখেরাতে শান্তি লাভ হবে। কুরআনী জিন্দেগীর মাধ্যমেই মানুষের জন্য সবচেয়ে মঙ্গলের পথ পাওয়া যাবে। আধুনিক বিজ্ঞানের যুগে কুরআন ছেড়ে দিলে পথ ভ্রষ্ট হবার সম্ভাবনাই বেশি। মধুপুর পীর ছাহেব বলেন, ঘরে ঘরে আলোকিত মানুষ তৈরি করতে হলে কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। গত শনিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মিরাপাড়া সৈয়দবাড়ী মাঠে ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে মধুপুর পীর ছাহেব মাওলানা আব্দুল হামীদ প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। মুহতামিম নয়ানগর কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা মুফতি শাহাদাত খানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ওয়াজ করেন , উজানী পীর সাহেব হযরত মাওলানা এহতেরামুল হক, ঝালকাঠী সরমহল কারীমিয়া মাদ্রাসা’র মুহতামি ¡ হযরত মাওলানা কাওছারুল্লাহ আনসারী, আলহাজ্ব হযরত মাওলানা নুরল ইসলাম গুলজারী । কেরানীগঞ্জ মক্কানগর মাদ্রসা’র মুহতামিম হযরত হাফেজ মাওলানা আহমদুল্লাহ , হযরত মাওলানা মুফতি আবুল হাসান , আলহাজ্ব হযরত মাওলানা বিন ইয়ামিন সাদী ও হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রিয়াজ চৌধুরী ও সৈয়দ বাদশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ