Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভদকা ডায়েরিজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্ত্রী শিখাকে (মন্দিরা বেদি) নিয়ে এসিপি অশ্বিনী দীক্ষিতের (কে কে মেনন) সুখের সংসার। মেঘনা নামে এক নারীর হত্যা তদন্তের ভার পায় সে। মেঘনার বাড়ির বাইরেই মেঘনার প্রেমিক বিবেকের ঝুলন্ত লাশের সন্ধান পায় সে। কিছু সময় পর সে ভদকা ডায়েরিজ নামে এক হোটেল থেকে তাকে ফোনে জানান হয় সেখানেও একটি লাশ পাওয়া গেছে। রনি দুগ্গাল নামে এই বোর্ডার তার সঙ্গিনীকে নিয়ে হোটেলে উঠেছিল। অনুসন্ধান করতে গিয়ে সে নিক ভাটিয়া নামে আরেকজনের তুষারে ঢাকা লাশ খুঁজে পায়। খুনগুলোর যোগসূত্র খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে এরা সবাই ভডকা ডায়েরিজ হোটেলের বর্ষপূর্তি পার্টিতে উপস্থিত ছিল। তদন্তকালে অশ্বিনী এক নারীর ফোন পায় যে তাকে হত্যা রহস্য সমাধানের জন্য চ্যালেঞ্জ করে। এসিপি তার স্ত্রীর খবর নেবার জন্য ফোন করলে দেখা যায় সেই নারীই ফোন ধরেছে। দ্রুত বাসায় গিয়ে দেখতে পায় তার স্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

হলিউড শীর্ষ পাঁচ
১ ডেন অফ থিভস
২ টুয়েল্ভ স্ট্রং
৩ জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল
৪ দ্য পোস্ট
৫ দ্য গ্রেটেস্ট শোম্যান

বলিউড শীর্ষ পাঁচ
১ টাইগার জিন্দা হ্যায়
২ নাইন্টিন টোয়েন্টিওয়ান
৩ মুক্কাবাজ
৪ কালাকান্ডি
৫ ভদকা ডায়েরিজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ