Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুয়েল্ভ স্ট্রং

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ডাগ স্ট্যান্টনের লেখা ‘হর্স সোলজার্স’ অবলম্বনে ওয়ার অ্যাকশন চলচ্চিত্র ‘টুয়েল্ভ স্ট্রং’ পরিচালনা করেছেন নিকোলাই ফুইলসিগ। ‘এক্সফিল’ ফুইলসিগ পরিচালিত আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ক্যাপ্টেন মিচ নেলসন (ক্রিস হেমসওয়ার্থ) স্ত্রী (এলসা পাটাকি) এবং একমাত্র কন্যার ম্যাডির (মারি ওয়েনম্যান) সঙ্গে অবকাশ কাটাচ্ছিল। এই সময় টিভিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভয়ানক ঘটনা ঘটতে দেখে। সদর দপ্তরের ডেস্কে তার দায়িত্ব পাবার কথা থাকলেও সে মার্কিন স্পেশাল ফোর্সেসের দুর্র্ধষ দল গ্রিন বেরেটের সদস্য হিসেবে আফগানিস্তান যাবার ইচ্ছা প্রকাশ করে। দলের সঙ্গে তাকে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরে পাঠানো হয় তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ছয় সপ্তাহ সময় দেয়া হলেও চিপ ওয়ারেন্ট অফিসার হ্যাল স্পেন্সারের (মাইকেল শ্যানন) সহায়তায় মিচ তিন সপ্তাহে তার মিশন শেষ করার অঙ্গীকার করে। তাদের মিত্র জেনারেল দোস্তাম (নাভিদ নেগাবান) তাকে জানায় মাত্র ছয় থেকে ১২ জন সেনা ঘোড়ায় চড়ে দুর্ধর্ষ তালিবান যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ