Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউব সিলভার প্লেট বাটন পেলেন আসিফ

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ইউটিউব সম্মাননা সিলভার প্লেট বাটন পেলেন। এই শিল্পীর ইউটিউব চ্যানেলটি এক লাখেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করায় ইউটিউব থেকে তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। এ ব্যাপারে আসিফ বলেন, আমি জানি না আমার মতো সৌভাগ্যবান আর কেউ আছে কিনা। আমার জানা মতে, আসিফ ফ্যান পেজ এবং আসিফ নামে ইউটিউব চ্যানেলের স্রষ্টা আমার ভক্ত, আমার অহংকার। পৃথিবীতে একমাত্র শিল্পী সম্ভবত আমিই, আমাকে ভালোবেসে এই দুর্লভ কাজগুলো করেছে আমার ভক্তরা। এখনো ফেসবুকে ইউটিউব এবং ফেসবুক ফ্যান পেজ তাদের নিয়ন্ত্রণেই আছে। এখানে শুধু বিশ্বাস কাজ করেনি, কাজ করেছে শিল্পীর প্রতি তার পাগল ফ্যানদের ভালোবাসা। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, কারিগরি দিক থেকে আমি দুর্বল, এতো সব ভাবার সময় আমার নেই। আজ আমি আবেগাল্পুত, কৃতজ্ঞ আমার ভালোবাসার ফুলগুলোর কাছে। হাতে পেয়েছি ইউটিউব সম্মাননা সিলভার প্লেট বাটন, যেখানে আমার কোনো কৃতিত্বই নেই, সব আমার ফ্যানদের উদ্যোগ, যেটা ভালোবাসার অন্য নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ